পুকুর থেকে উদ্ধার কুমির মাছ, সংরক্ষণের প্রস্তাব গ্রামবাসীর - সংরক্ষণের প্রস্তাব গ্রামবাসীর
🎬 Watch Now: Feature Video
সোমবার সকালে পুকুরে জাল পেতেছিলেন মা সারদা স্বসহায়ক দলের এক সদস্য । জাল তুলতেই চক্ষু চড়কগাছ । জালে ধরা পড়েছে কুমির মাছ । মাছটির বিজ্ঞানসম্মত নাম অ্যালিগেটর গ্যার । মুখ দেখলে কেউ বিশ্বাসই করবেন না, ওটা মাছ । মনে হবে কুমির । মাছের মতো শুধু লেজটাই আছে । হলদিয়া ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক কুমির মাছ সম্পর্কে বলেন,"কুমির মাছের গায়ের রং বাদামি অথবা জলপাই । কখনও কখনও পেটের দিকে রং খানিকটা হালকা থাকে । এ মাছের আঁশগুলো হীরে আকৃতির । হীরাকৃতির কারণেই আমেরিকার আদিবাসীরা এ আঁশকে অলঙ্কার হিসেবে ব্যবহার করেন । মাংসাশী এই মাছ দেশের অনেক জায়গায় পাওয়া গেছে এর আগে । কোলাঘাটে পাওয়া মাছটি উত্তর ও মধ্য আমেরিকায় দেখতে পাওয়া যায় । এই মাছ জলাশয়ের অন্য মাছকে তো আক্রমণ করেই, রেয়াত করে না মানুষকেও । এদের ডিমও খুব বিষাক্ত ।" কীভাবে থেকে পুকুরে এল এই মাছ ? তিনি বলেন, "অনেকে শখ করে এই মাছ অ্যাকোয়ারিয়ামে রাখেন । কোনওভাবে হয়তো পুকুরে চলে এসেছে । না হলে এখানে এমন মাছের আসাটা খুবই অস্বাভাবিক ।" দেখুন ভিডিয়ো...