আজকের ধর্মঘট সর্বাত্মক সফল, দাবি বিমান বসুর - trade union bandh
🎬 Watch Now: Feature Video
কেন্দ্রীয় সরকারের শ্রম ও কৃষি আইন সহ একাধিক নীতির প্রতিবাদ এবং সাত দফা দাবিতে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি । ধর্মঘটের সমর্থনে পথে নেমেছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা । মিছিল শেষে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, দু-একটা বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে আজকের বনধ সর্বাত্মক সফল হয়েছে ।