Covid Awareness Campaign : রায়দিঘির বাজারে করোনা সচেতনতা প্রচারে বিধায়ক অলোক জলদাতা - Covid Awareness Campaign by Raidighi MLA Alok Jaldata
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14242883-1105-14242883-1642751675523.jpg)
করোনার সংক্রমণ রুখতে মাস্ক পরতে পরামর্শ রায়দিঘির বিধায়ক অলোক জলদাতার ৷ আর সেই উদ্দেশ্যে রায়দিঘির বাজারে সচেতনতা প্রচার করতে দেখা গেল বিধায়ককে (Covid Awareness Campaign by Raidighi MLA Alok Jaldata) ৷ শুক্রবার মথুরাপুর 2নং ব্লকে ডায়মন্ডহারবার মডেল মেনে করোনা সচেতনতায় পথে নামেন রায়দিঘি বিধায়ক অলোক জলদাতা ৷ রায়দিঘির নগেন্দ্রপুর, খাড়ি, কাশীনগর-সহ বিভিন্ন এলাকায় করোনা নিয়ে সচেতনতার প্রচার চালান তিনি (Covid Awareness Campaign in Raidighi Market) ৷ সাধারণ মানুষকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন তিনি ৷ মথুরাপুর 2নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই সচেতনতা প্রচারের আয়োজন করা হয় (Covid Awareness Campaign ) ৷
TAGGED:
Covid Awareness Campaign