কলকাতা পৌরনিগমের সদর দফতর থেকে দেওয়া হবে করোনার টিকা - Calcutta Municipal Corporation
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10699381-1078-10699381-1613783367088.jpg)
কলকাতা পৌরনিগমের সদর দফতর থেকে আগামী সোমবার থেকে শুরু হবে করোনা টিকাকরণ । পৌরনিগমের কর্মীদের তালিকা অনুযায়ী টিকাকরণ দেওয়া হবে । সেই অনুযায়ী কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতিথি ঘোষ । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, নামের তালিকা অনুযায়ী কলকাতা পৌরনিগমের সকল কর্মীদের টিকাকরণ হবে ।