মাস্ক না পড়লেই আর্থিক জরিমানা, সংক্রমণ রুখতে কড়া কোচবিহার প্রশাসন - মাস্ক না পড়লেই আর্থিক জরিমানা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12406221-thumbnail-3x2-musk.jpg)
মাস্ক না পড়ে বেরনোয় আর্থিক জরিমানা কোচবিহারে । বৃহস্পতিবার দুপুরে কোচবিহার শহর সংলগ্ন রাজাবাজার এলাকায় পুলিশ ও প্রশাসনের কর্তারা যৌথভাবে অভিযান চালিয়ে মাস্ক না পড়া বাসিন্দাদের আর্থিক জরিমানা করেন । পরিসংখ্যান বলছে, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ কমতে থাকলেও এখনও গড়ে 100 জন করে আক্রান্ত হচ্ছেন কোচবিহারে । পাশাপাশি মাস্ক না পড়ার প্রবণতাও বাড়ছে জেলায় । তাই এবার মাস্ক না পড়া বাসিন্দাদের আর্থিক জরিমানার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ।