Deganga Fair: দেগঙ্গার প্রাচীন মেলায় অশ্লীল নাচের জলসাকে ঘিরে বিতর্ক - চাঁপাতলা পঞ্চায়েত
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13696845-92-13696845-1637497936069.jpg)
দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের খড়ুয়া চাঁদপুর এলাকায় কয়েকদিন ধরেই চলছে আব্দুলের মেলা ৷ সেই মেলাতেই অশ্লীল নাচের আসর বসানোর অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ৷ ঘটনায় পুলিশ একজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে ৷ পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই বাকিরা পালিয়ে যায় ৷ অভিযোগ মেলার মধ্যেই স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা ব্যক্তিগতভাবে টাকা দিয়ে এই নাচের আয়োজন করেছিল ৷ তবে, এই নাচের আসর টানা তিনদিন ধরে চলেছে বলে অভিযোগ ৷ এমনকি এর জন্য কোনও পুলিশি অনুমতিও ছিল না ৷ কীভাবে পরপর তিনদিন পুলিশের চোখকে ফাঁকি দিয়ে এই নাচের আসর বসল ? সেই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা ৷