Contai Durga Puja: কাঁথি রেল স্টেশনের খন্ড চিত্র তুলে ধরল ক্লাব প্রত্যয়ী - থিম

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 11, 2021, 9:38 AM IST

দুর্গাপুজোয় স্মৃতি বিজড়িত কাঁথি রেল স্টেশনের খন্ড চিত্র তুলে ধরল ক্লাব প্রত্যয়ী ৷ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের ক্লাব প্রত্যয়ীর এবারের থিম একটুকরো কাঁথি রেল স্টেশন । এবার সপ্তম বর্ষে পদার্পণ করল প্রত্যয়ী ক্লাবের পুজো । ক্লাব চৌরঙ্গীর এবছরের বাজেট প্রায় কুড়ি লক্ষ টাকা । বর্তমান করোনা পরিস্থিতির জন্য রাজ্যের লাইফ লাইন ট্রেনগুলি প্রায় বন্ধ রয়েছে । আর এই লোকাল ট্রেন দিয়েই শুরু হয়েছিল কাঁথি রেল স্টেশনের যাত্রা । তৎকালীন ভারত সরকারের রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওঁনার হাত ধরেই দীঘা-তমলুক লোকাল ট্রেন চালু হয়েছিল । সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজ্যের মুখ্যমন্ত্রী । আর এই কাঁথি রেলস্টশন আজ শুনশান রয়েছে প্রায় । যদিও কিছু এক্সপ্রেস ট্রেন চললেও সেইভাবে লোকসমাগম নেই । সেই খন্ড চিত্র তুলে ধরেছে ক্লাব প্রত্যয়ী ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.