Congress on KMC Election 2021 : কলকাতার ভোটে ওয়ার্ড ভিত্তিক পোলিং এজেন্টের দাবিতে কমিশনে কংগ্রেস - Congress on KMC Election 2021
🎬 Watch Now: Feature Video
কলকাতা পৌরনিগমের ভোটে ওয়ার্ড ভিত্তিক পোলিং এজেন্টের দাবি জানাল কংগ্রেস (Congress on KMC Election 2021) ৷ বুধবার পশ্চিম নির্বাচন কমিশনে যায় কংগ্রেসের এক প্রতিনিধি দল (congress delegation meet wb election commission on kmc election 2021) ৷ তারাই কমিশনের কাছে এই দাবি জানিয়েছে ৷ পরে রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ প্রদীপ ভট্টাচার্য বিষয়টি নিয়ে বিস্তারিত জানান ৷