কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে কংগ্রেসের বাইক র‍্যালী দুর্গাপুরে - congress bike ralley in durgapur against state & central government

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 11, 2020, 5:50 PM IST

আজ দুর্গাপুরে কেন্দ্রীয় সরকারের দ্বারা লাগু করা কৃষক বিরোধী কালা কানুনের প্রতিবাদে , নিত্যপণ্য জিনিসপত্রের মূল্যবৃদ্ধি , রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণ, বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে ও তৃণমূল সরকারের দুর্নীতির বিরূদ্ধে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের উদ্যোগে বাইক ব়্যালি করা হয় । এই বাইক র‍্যালি স্টিল টাউনশীপের কাশীরাম দাস রোড থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে । মিছিলে নেতৃত্ব দান করেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসে সভাপতি তরুণ রায় । সঙ্গে ছিলেন দুর্গাপুর 1 নম্বর ব্লক কংগ্রেসে সভাপতি পুর্ণেন্দু পাণ্ডা, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক রানা সরকার-সহ অন্যান্য নেতৃবৃন্দরা ৷ পুলিশের অনুমতি না থাকলেও কেন এই র‍্যালি ? উওরে তরুণবাবু বলেন, " দুর্গাপুরে তৃণমূল ও BJP ছাড়া কোনও রাজনৈতিক দল কোনও কর্মসূচির জন্য অনুমতি পায় না । "

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.