হকার উচ্ছেদ নিয়ে কোচবিহারে শাসকদলের কাজিয়া তুঙ্গে - শাসকদলের গোষ্ঠী কোন্দল কোচবিহারে
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10201067-thumbnail-3x2-wb-pic.jpg)
শহরের ফুটপাথ থেকে হকার উচ্ছেদ নিয়ে কোচবিহার পৌরসভায় শাসকদলে গোষ্ঠী কোন্দলের অভিযোগ । পৌরসভার তরফে হকারদের ফুটপাথ থেকে সরে যাওয়ার জন্য 7 দিনের সময়সীমা দেওয়া হয়েছে । অথচ সেই সিদ্ধান্তের কথা জানেন না পৌর প্রশাসক মণ্ডলীর তৃণমূলের তিন সদস্য । প্রশাসক মণ্ডলীর সদস্য রাহুল রায় বলেন, "পৌরসভার চেয়ারম্যান কোচবিহার শহরের হকার উচ্ছেদ প্রচার করেছেন । সেসব সিদ্ধান্তের কথা আমাদের জানানো হয়নি । ওঁর উচিত ছিল, এসব বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করার ।" অন্যদিকে, এবিষয়ে পৌরসভার প্রশাসক ভূষণ সিং বলেন, "বছরখানেক আগে হকার উচ্ছেদ নিয়ে সিদ্ধান্ত হয়েছিল । এখন যাঁরা অভিযোগ তুলছেন তাঁরা নতুন এসেছেন । তাঁদের জানার কথা নয় । এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজকে বাধা দেওয়ার জন্য এধরনের সমালোচনা করছেন ।"