আসছে 2021, বিজেপি তুমি ফুস; কটাক্ষ সুজাতার - আসছে 2021, বিজেপি তুমি ফুস
🎬 Watch Now: Feature Video
তৃণমূলে যোগ দিয়ে পূর্বস্থলীতে প্রথম জনসভা করলেন সুজাতা খাঁ । আজ প্রথম থেকেই তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব ছিলেন। রেয়াত করেননি স্বামী সৌমিত্র খাঁকেও। সুজাতা খাঁ বলেন, "স্বামী যেহেতু তৃণমূল কংগ্রেস ছেড়েছিল তাই বিজেপিতে গিয়েছিলাম।অন্যায় অত্যাচার সহ্য করে সৌমিত্রর পাশে দাঁড়িয়েছিলাম। কিছু পাওয়ার আশায় নয়। বিজেপিতে নারীদের সম্মান নেই যখন বুঝলাম তৃণমূলে এলাম। ধান্দাবাজ চোর নেতারা আজ বিজেপিতে। তৃণমূল কংগ্রেসে যারা চোর ছিল বিজেপিতে গেলেই সাধু হয়ে যাচ্ছে। একটা রাজ্যে একটা মুখ্যমন্ত্রী পোস্ট কিন্তু সর্বভারতীয় একটা দলে বিজেপি মুখ্যমন্ত্রীর মুখ খুঁজে পাচ্ছে না। আমি জানতে চাই মমতার বিরুদ্ধে বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কে হবেন। নাকি মারামারিই চলবে। বিজেপির একটা কথা মনে রাখো উচিত আসছে 2021, বিজেপি তুমি ফুস ।"