অন্নদাত্রী, লকডাউনে কৃষকদের জন্য নয়া অ্যাপ মুখ্যমন্ত্রীর - Coronavirus
🎬 Watch Now: Feature Video
লকডাউনের কারণে কৃষকদের যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে এবার নতুন অ্যাপ চালু করতে চলেছে রাজ্য সরকার । আগামী কয়েকদিনের মধ্যেই চালু হবে "অন্নদাত্রী" নামের এই অ্যাপ । কৃষকদের যাতে লকডাউনের মধ্যে কোনও সমস্যা না হয়, সেই কারণেই এই অ্যাপ চালু করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।