বিজেপিতে যোগ দেওয়া কয়লা মাফিয়ার ফ্ল্যাটে সিআইডি অভিযান - CID
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10999569-thumbnail-3x2-cid.jpg)
আসানসোলের অবৈধ কয়লা কারবারির ফ্ল্যাটে সিআইডি অভিযান ৷ অভিযুক্তের নাম জয়দেব খাঁ ৷ কয়েক মাস আগেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন ৷ বাড়ি রানিগঞ্জের বক্তারনগর এলাকায় ৷ গতকাল তাঁর দুর্গাপুরের বিধাননগর এলাকার ফ্ল্যাটে হানা দেন সিআইডি আধিকারিকরা ৷ কিন্তু অভিযুক্তকে না পেয়ে ফ্ল্যাটের দরজায় নোটিস টাঙিয়ে দেন ৷ 15 মার্চ অর্থাৎ সোমবার তাঁকে কলকাতায় সিআইডি অফিসে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷