তেলিনিপাড়া ঘটনায় লকেট চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর - চুঁচুড়া জেলা আদালত
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-7583993-49-7583993-1591948348846.jpg)
তেলিনিপাড়া মামলায় জামিন পেলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের । ভদ্রেশ্বরের তেলিনিপাড়ায় গোষ্ঠী সংঘর্ষের ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট ও উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ এরপর তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয় ৷ মামলা ওঠে চুঁচুড়া জেলা আদালতে । তারই শুনানি হয় বৃহস্পতিবার । দীর্ঘক্ষণ মামলার শুনানি চলার পর তাঁর জামিন মঞ্জুর করেন বিচারপতি ।