স্বাস্থ্যবিধি মেনেই চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জন চলছে - চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ভাসান
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9651661-214-9651661-1606225521027.jpg)
কোরোনা পরিস্থিতির জেরে বন্ধ রয়েছে ঐতিহ্যবাহী শোভাযাত্রা । কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই চলছে জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জন । দশমী থেকে একাদশী পর্যন্ত নিরঞ্জন চলবে। চন্দননগর, ভদ্রেশ্বর মিলিয়ে মোট 9টি গঙ্গার ঘাটে নিরঞ্জনের আয়োজন করা হয়েছে । ড্রোন দিয়ে নজরদারির ব্যবস্থা করার পাশাপাশি গঙ্গায় স্পিড বোট প্রস্তুত রাখা হয়েছে । কোনও অপ্রীতিকর ঘটনা রুখতে তাঁরা কড়া নজর রাখছেন বলে জানিয়েছেন DCP চন্দননগর তথাগত বসু।