দুর্গা ভাসানের দিন কাঠামো পুজোয় জগদ্ধাত্রী পুজোর সূচনা চন্দননগরে - দুর্গার ভাসানের সঙ্গে কাঠামো পুজো দিয়ে চন্দননগর জগদ্ধাত্রী পুজোর সূচনা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9320977-612-9320977-1603732954447.jpg)
বিজয়া দশমীর বিষাদের মধ্যেই কাঠামো পুজো দিয়ে চন্দননগরে শুরু হল জগদ্ধাত্রী পুজোর সূচনা ৷ তেঁতুল তলা বারোয়ারি জগদ্ধাত্রী পুজো এ বছর 228 বছরে পা দেবে । চন্দননগর কেন্দ্রীয় পুজো কমিটির চেয়ারম্যান নিমাই দাস জানান, ঘট না বড় করে মূর্তি বানিয়ে পুজো করা হবে সেটা প্রশাসনের উপর নির্ভর করছে ৷ প্রশাসন যেমন অনুমতি দেবে তেমনটাই হবে ৷