দুই ভাগে ভাগ হয়ে শিলিগুড়ি ও দার্জিলিং পরিদর্শনে কেন্দ্রীয় দল - এক্সিকিউটিভ ম্যাজিস্টেট
🎬 Watch Now: Feature Video
আজ ফের পরিদর্শনে উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ কাজের সুবিধার জন্য দলটি দুই ভাগে ভাগ হয়ে পরিদর্শনে বের হয় ৷ অজয় গাঙ্গেওয়ার নেতৃত্বে একটি দল শিলিগুড়িতে ও অপর দলটি কেন্দ্রীয় দলের প্রধান বিনীত যোশীর নেতৃত্বে দার্জিলিঙে যান ৷ শিলিগুড়ির দলটি বিভিন্ন হটস্পট সংলগ্ন এলাকা ঘুরে দেখছেন ৷ সেখানের স্থানীয় লোকজনকে তারা লকডাউন মানা হচ্ছে কি না এবং এলাকার বাইরে কেউ যাচ্ছে বা বাইরে থেকে আসছে কি না, সেই বিষয়ে প্রশ্ন করেন ৷ কেন্দ্রীয় দলের সঙ্গে দেখা করতে উপস্থিত হয়েছেন এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশকর্তারা ৷ তাঁদেরও প্রশ্ন করে প্রতিনিধি দল ৷
Last Updated : Apr 28, 2020, 1:40 PM IST