23 জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণা করা উচিত কেন্দ্রের, ফের দাবি মমতার - 23 জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণা করা উচিত কেন্দ্রের, দাবি মমতার
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10301381-979-10301381-1611062056357.jpg)
"23 জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণা করা উচিত কেন্দ্রের ।" পুরুলিয়ার হুটমুড়ায় জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের এই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, "নির্বাচনের সময় নেতাজির কথা, বাংলার কথা মনে পড়ে ওদের ।" 23 জানুয়ারিতে নিজেদের কর্মসূচির কথাও জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, "আমরা অনেক আগেই ঘোষণা করেছি । 23 জানুয়ারি দেশনায়ক দিবস হিসেবে পালন করব । ওইদিন বেলা 12টার সময় সকলকে শঙ্খ বাজাতে বলছি ৷ যে যেমন করে পারবেন উদযাপন করুন । তা ছাড়া ওইদিনই শ্যামবাজারে জমায়েত হয়ে একটি মিছিল নেতাজি মূর্তির কাছে পৌঁছাবে ।"