ইতিহাসের ছোঁয়া, সন্ধিপুজোয় গর্জে উঠল কামান - Mrinmoyi temple at Mallagarh in Bishnupur
🎬 Watch Now: Feature Video
বিষ্ণুপুরের দেবী মৃন্ময়ীর পুজো ৷ মল্লরাজাদের এই পুজোয় আজও প্রাচীন প্রথা মেনে অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে মন্দির সংলগ্ন মোর্চা পাহাড়ে কামান দাগা হয় ৷ কামান দাগা দেখতে আজ সেখানে হাজির ছিলেন কয়েক হাজার মানুষ ৷ কথিত আছে, 19তম মল্লরাজা জগৎ মল্ল শিকার করতে বেরিয়ে নাকি মা মৃন্ময়ীর দর্শন পান ৷ তারপর থেকেই শুরু হয় দেবী মৃন্ময়ীর পুজো ৷ দেখুন ভিডিয়ো...