জঙ্গলমহলের ট্রেন বাতিল ভুয়ো খবর, বললেন সাংসদ - জঙ্গলমহলে 22 জোড়া ট্রেন বাতিলের খবরকে গুজব বললেন বাঁকুড়ার সাংসদ ডঃ সুভাষ সরকার
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6157794-thumbnail-3x2-jangalmahal.jpg)
জঙ্গলমহলে 22 জোড়া ট্রেন বাতিলের খবরকে গুজব বললেন বাঁকুড়ার সাংসদ ডঃ সুভাষ সরকার । আজ তিনি আদ্রার DRM-র সঙ্গে দেখা করেন এবং এই বিষয়ে তাঁর সঙ্গে কথা হয়েছে বলে জানান । তিনি বলেন, ‘‘এই ধরনের কোনও বিজ্ঞপ্তি জারি করেনি রেল । এই খবর সম্পূর্ণ অসত্য ৷’’ তিনি আশ্বাস দেন জঙ্গলমহলের এই রুটে কোনও ট্রেন বাতিল হবে না ।