ডুয়ার্সের চা বাগানে খাঁচাবন্দী চিতাবাঘ - হলদিবাড়ি চা বাগান
🎬 Watch Now: Feature Video
জলপাইগুড়ি হলদিবাড়ি চা বাগানে খাঁচাবন্দী চিতাবাঘ । চা বাগানের একাধিক চা শ্রমিককে আহত করছিল এই বাঘটি । এরপর শনিবার বনদপ্তরের পাতা খাঁচায় আটকে পড়ে বাঘটি । বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ রেঞ্জের রেঞ্জার অর্ঘ্যদীপ রায় জানিয়েছেন, চিতাবাঘটির শারীরিক পরীক্ষার পর গরুমারার জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে ।