গঙ্গাসাগর মেলার পুণ্যার্থীদের জন্য বাফার জ়োন - গঙ্গাসাগর মেলার পুণ্যার্থীদের জন্য বাফার জ়োন
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10200903-thumbnail-3x2-wb-pic.jpg)
ভিন রাজ্য ও জেলা থেকে পুণ্যার্থীরা গঙ্গাসাগর মেলায় আসতে শুরু করেছেন । তাঁদের মেলায় পৌঁছানোর পথেই তৈরি হয়েছে একাধিক বাফার জ়োন বা বিশ্রাম শিবির । তেমনই পৈলানে পুণ্যার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কোরোনা আবহে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে বিশ্রাম, খাওয়া-দাওয়া, পানীয় জল সহ চিকিৎসা ও অ্যাম্বুলেন্স পরিষেবার আয়োজন করা হয়েছে রাজ্য সরকার ও ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে । এর সঙ্গে পুণ্যার্থীদের জন্য থাকছে বাউল গান, গঙ্গাস্নানের বিভিন্ন ছবি যা জায়ান্ট স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করা হবে ।