Durga Puja: বোড়াল পার্লামেন্ট ক্লাবে দেবীর দশমহাবিদ্যা রূপ - মহাপঞ্চমী

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 10, 2021, 7:56 PM IST

মহাপঞ্চমীর সকাল থেকেই শারোদৎসবের মেতেছে বাঙালি ৷ বেলা বাড়তেই মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন দর্শনার্থীরা ৷ উদ্যোক্তরা থিমের প্রতিযোগিতায় একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করেছেন ৷ আবার অনেক পুজো মণ্ডপে থিম এবং সাবেকিয়ানার মেলবন্ধন ৷ সেইরকমই প্রত্যেক বছরের মতো এবারেও পুজোর আয়োজনে বোড়াল পার্লামেন্ট ক্লাব ৷ 34 বছরে পড়ল এই ক্লাবের পুজো ৷ এ বছর বোড়াল পার্লামেন্টের পুজোর থিম দশমহাবিদ্যা ৷ বিভিন্ন রকম অস্ত্র ও শাখা-পলা দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ ৷ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এই পুজোর উদ্বোধন করেন ৷ কোভিডবিধি মেনে মণ্ডপ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা ৷ প্রতিমার সঙ্গে সামঞ্জস্য রেখে মণ্ডপে আলোক সজ্জা পুজোর জৌলুস বাড়িয়েছে ৷ মণ্ডপের ভিতরে দেবীর দশ রূপকে ফুটিয়ে তোলা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.