Bombs Recover from Murshidabad : মুর্শিদাবাদে রাজ্য সড়কের পাশ থেকে 18টি বোমা উদ্ধার - murshidabad bomb recover news
🎬 Watch Now: Feature Video
রাজ্য সড়কের পাশে সুন্দরপুর পাকুড়তলা এলাকায় দু'টি বালতি থেকে মোট 18টি বোমা উদ্ধার করল মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার পুলিশ (Bombs Recover from Murshidabad)। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ আসে ঘটনাস্থলে ৷ এরপর জেলা বম্ব ডিস্পোজাল স্কোয়াডকে খবর দেওয়া হলে তারা এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় । কে বা কারা কী উদ্দেশ্যে বোমাগুলি রেখেছিল তার তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ ।