ফের বোমাবাজি জগদ্দলে - ফের বোমাবাজি জগদ্দলে
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10522369-thumbnail-3x2-n24.jpg)
জগদ্দলের নয়া বাজার এলাকায় ফের বোমাবাজি । গতকাল গভীর রাতে বোমার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বাজারের এক ব্যবসায়ীর গোডাউনের টালির চাল । গতকাল রাতেই প্রথম নয় এর আগেও বেশ কয়েকবার এই জগদ্দল নয়াবাজারে বোমাবাজি করেছে দুষ্কৃতীরা । ফলে ক্রেতারাও আতঙ্কে বাজারে না আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা ।