ময়নায় পুলিশকে লক্ষ্য করে বোমা - moyna
🎬 Watch Now: Feature Video
ফের উত্তপ্ত হয়ে উঠল ময়নার বাকচা এলাকা । তৃণমূল নেতা বসুদেব মণ্ডল খুনের অভিযোগে অভিযুক্ত স্থানীয় BJP নেতা বিজয় ভুঁইঞাকে গ্রেপ্তার করে ফেরার পথেই বাধার মুখে পড়তে হয় পুলিশকে । পুলিশকে লক্ষ্য করে চলে বোমাবাজি ৷ পুলিশও পালটা রাবার বুলেট ও টিয়ার গ্যাসের সেল ফাটায় । ঘটনায় আহত বেশ কয়েকজন পুলিশ কর্মী ।