কেষ্টপুরে নির্মীয়মাণ বহুতলে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ - Bomb blast at keshtopur
🎬 Watch Now: Feature Video
কেষ্টপুরে জোড়াখানা বিদ্যাসাগর পল্লীতে নির্মীয়মান বহুতলে বোমা বিস্ফোরণ । মিস্ত্রীরা কাজ করার সময় আচমকা বিস্ফোরণ হয় । ঘটনায় আহত হয়েছে একজন। এই মুহূর্তে বহুতল নির্মাণের কাজ বন্ধ করে দিয়ে জায়গাটি ঘিরে দিয়েছে বাগুইআটি থানার পুলিশ । বিদ্যাসাগর পল্লীর এই জায়গা বহুদিন ধরে ফাঁকা পড়েছিল ৷ পুলিশের প্রাথমিক অনুমান, ফাঁকা জায়গা পেয়ে দুষ্কৃতীরা এই বিস্ফোরক লুকিয়ে রেখেছিল ৷ বম্ব স্কোয়াড প্রাথমিকভাবে মনে করছে, এটা কোনও উচ্চমানের বোমা ছিল ৷ কারণ, বিস্ফোরণের ফলে মাটি ছিটকে পাশের বহুতলের দেওয়ালে 50 ফুটের বেশি উঁচুতে লেগেছে ৷ এমনকী, ওই জায়গায় আরও বিস্ফোরক থাকতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইহাটি থানার পুলিশ ৷