তালিবানের দখলে আফগানিস্তান, দিদির চিন্তায় বোলপুরনিবাসী আফগান ঈদগুল
🎬 Watch Now: Feature Video
তালিবানের দখলে আফগানিস্তান । আগ্নেয়াস্ত্র নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তালিবানিরা । সেই দৃশ্য দেখছে সারাবিশ্ব । আর তা দেখে চিন্তায় ঘুম উড়েছে ঈদগুল খানের ৷ তিনি থাকেন বোলপুরের জামবনির মাদ্রাসা পাড়ায়৷ সেখানেই পরিবার নিয়ে তাঁর বসবাস ৷ কিন্তু আদতে একজন আফগান ৷ সে দেশে তাঁর দিদির পরিবার থাকে ৷ সেই কারণেই চিন্তায় পড়ে গিয়েছেন ঈদগুল ৷ তিনি বলেন, "নব্বইয়ের দশকে এমনটা হয়েছিল । আবার যেটা হল সেটা একটা পুরো প্রজন্মকে শেষ করে দেবে । আমরা খুব দুশ্চিন্তায় আছি । অনেক দিন দিদির কোনও খবর পাচ্ছি না ।" তাঁর দিদি ও জামাইবাবু বছর দুয়েক বীরভূমে তাঁর কাছে এসেওছিলেন ৷ কিন্তু এখন তাঁদের কী অবস্থা, সেটাই জানতে উদগ্রীব ঈদগুল ৷ তাই ভারত সরকারের কাছে সহযোগিতার আবেদন করেন তিনি ।