BJP কর্মীদের বিক্ষোভের মুখে লকেট - BJP কর্মীদের বিক্ষোভ
🎬 Watch Now: Feature Video
দলীয় কর্মী সভা করতে এসে দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন হুগলি লোকসভার সাংসদ লকেট চট্টোপাধ্যায় । মঙ্গলবার বলাগড় থেকে পান্ডুয়া ব্লকের পাঁচগড়া গ্রামের একটি কর্মী সভায় আসেন তিনি। সঙ্গে ছিলেন BJP -র হুগলি জেলা সাংগঠনিক সভাপতি গৌতম চ্যাটার্জি সহ অন্যান্যরা ৷ লকেট চট্টোপাধ্যায়কে দেখতে এলাকায় বহু মানুষের ভিড় হয়।কর্মীদের দাবি বৈঠকের পরে পাঁচগড়ার একটি কালীমন্দিরে সাংসদের পুজো দেওয়ার কথা ছিল । কিন্তু বৈঠক শেষে তিনি কালীমন্দিরে না গিয়ে ,তাঁর গাড়িতে উঠে পরেন। তখনই BJP কর্মীরা সাংসদের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন । গ্রামের কালীমন্দিরে যাবার জন্য কর্মীরা অনেক অনুরোধ করলেও সাংসদ কর্মীদের কথা শোনেননি ৷ তবে এই বিষয়কে গুরুত্ব দিতে নারাজ জেলা সাংগঠনিক সভাপতি গৌতম চ্যাটার্জি ৷ তিনি বলেন," এটা আমাদের সিডিউলে ছিল না ৷"
Last Updated : Dec 1, 2020, 9:01 PM IST