একবার সুযোগ দিয়ে দেখুন, বাংলার চেহারা পালটে দেব : দিলীপ ঘোষ - পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, ২০২১
🎬 Watch Now: Feature Video
"সব পার্টিকে সুযোগ দিয়েছেন । BJP-কে একবার সুযোগ দিয়ে দেখুন । বাংলার চেহারা পালটে দেব । দেশের মানুষ মোদিজিকে বিশ্বাস করে দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতায় এনেছেন । দেশের চেহারা পালটে গিয়েছে । গরিব মানুষের অবস্থার পরিবর্তন ঘটেছে । কিন্তু এই রাজ্যের কোনও পরিবর্তন হয়নি।" আজ সকালে বারাসতের কলোনি মোড়ে 'চায়ে পে চর্চা'র অনুষ্ঠানে যোগ দিয়ে সাধারণ মানুষের কাছে এমনই আবেদন জানালেন BJP-র রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ ।