মৃত দলীয় কর্মীর মরদেহ নিয়ে মোহনপুরে BJP-র মিছিল, ধিক্কার তৃণমূলকে - মোহনপুরে BJP-র মিছিল
🎬 Watch Now: Feature Video
এপর্যন্ত রাজ্যে 122 জন BJP কর্মীকে খুন করেছে তৃণমূল ৷ এটা তৃণমূলের স্বভাব ৷ এই ভাষাতেই অভিযোগ তুলে BJP কর্মীর মরদেহ নিয়ে মিছিল করলেন BJP-র নেতা কর্মীরা । গতকাল দাঁতন থানার মোহনপুর ব্লকে গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করে এক BJP কর্মী বাচ্চু বেরাকে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ করে ওই BJP কর্মীর পরিবার । এরপরই রাজনৈতিক চাপানউতোর শুরু হয় জেলাজুড়ে । BJP নেতৃত্ব আজ সন্ধেবেলায় দলীয় কর্মীর মরদেহ নিয়ে মোহনপুরসহ গোটা শহরে মিছিল করে ৷