Dilip Ghosh: শ্যমাপ্রসাদ আমাদের সোনার বাংলা গড়ার দায়িত্ব দিয়ে গিয়েছেন : দিলীপ - Purba Medinipur
🎬 Watch Now: Feature Video
পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার বালিঘাই বারোয়ারী তলাতে রবিবার বিজেপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস সহ অন্যরা। এদিন দিলীপ ঘোষ এগরা বিধানসভার বিজেপির কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক সভা করেন। সাংগঠনিক সভায় দিলীপ ঘোষ বক্তব্য রাখতে গিয়ে প্রথমে ভগবানপুর বিধানসভার ভূপতিনগর থানার বিজেপির সম্পাদক ভাস্কর বেরার মৃত্যুর সম্পর্কে বলেন, "ভাস্কর বেরাকে শাসক দলের লোকেরা পিটিয়ে খুন করেছে। এর বলিদান বিফলে যাবে না। ভাস্কর বেরা অমর রহে।" তিনি আরও বলেন, "ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সোনার বাংলা গড়ার দায়িত্ব আমাদের হাতে দিয়ে গিয়েছেন। সেটা আমরা নিয়েছি ৷ এটা আমাদের জীবন সংগ্রাম এটা আমাদের মিশন। এটা আমাদের করতেই হবে । "