লক্ষ্য শস্যগোলার কৃষক ভোট, বর্ধমানের রোড শোয়ে বার্তা নাড্ডার - JP NADda ROAd SHOW AT BARDDHAMAN
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10179792-36-10179792-1610192220134.jpg)
বর্ধমানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার রোড শো । শহরের ক্লক টাওয়ার থেকে কার্জন গেট পর্যন্ত রোড শো করেন জে পি নাড্ডা । রোড শো থেকে রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে আওয়াজ তুললেন জে পি নাড্ডা । বলেন , রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় , শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে পথ দেখিয়েছিলেন , বিজেপি নেতারা সেই পথেই সকলের জন্য ন্যায় প্রতিষ্ঠা করার কাজ করছে । আমরাই আসল বাঙালি ।"