মানকরে দূরপাল্লা ট্রেনের স্টপেজের উদ্বোধনে সুরিন্দর সিং আলুওয়ালিয়া - Durgapur
🎬 Watch Now: Feature Video
বুদবুদ থানার মানকর রেল স্টেশনে দুটি দূরপাল্লার ট্রেনের স্টপেজের উদ্বোধন করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভার সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ নির্মিত হল মানকর রেল স্টেশনের টিকিটঘর ও প্রথম শ্রেণির প্রতীক্ষালয় ৷ তিনি বলেন, "আর এক-দু'দিনের মধ্যেই হাওড়াগামী দুটটি ট্রেন ময়ুরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার ও হাওড়া-মোকামা এক্সপ্রেস মানকর রেলস্টেশনে দাঁড়াবে ।" উদ্বোধনের পাশাপাশি তিনি এলাকাবাসীর সমস্যার কথাও শোনেন এবং লিখিত আবেদনও নেন ৷