শুধু বর্তমান রাজ্যপাল নয়, কেশরীনাথ ত্রিপাঠীকেও অপমান করেছে তৃণমূল : দেবশ্রী চোধুরি - North Dinajpur news on deboshree
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4808563-553-4808563-1571539500368.jpg)
রেড রোডের কার্নিভালে রাজ্যপালকে ব্ল্যাক-আউট করে রাখা নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য-রাজনীতি । আক্রমণ পালটা আক্রমণের মাঝেই এই বিষয়টিকে ট্র্যাডিশন বলে আখ্যা দিলেন BJP সাংসদ দেবশ্রী চৌধুরি । গতকাল রায়গঞ্জে সংকল্প যাত্রায় গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে মুখ খোলেন । বলেন, "রাজ্যপালকে ব্ল্যাক-আউট করা এরাজ্যের একটা ট্র্যাডিশন । কোনও রাজ্যপাল যদি সরকারের সম্পর্কে বলতেন বা পরিস্থিতি সম্পর্কে বলতেন তাঁকে ব্ল্যাক-আউট করা হত । তখন এরাজ্যের তৎকালীন বিরোধী নেত্রী মানে বর্তমান এরাজ্যের মুখ্যমন্ত্রী অনেক বড় বড় কথা বলতেন । বলতেন সাংবিধানিক পদ সম্মান করা উচিত । কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গেও অভদ্র আচরণ করা হয়েছে । আজ বর্তমান রাজ্যপালের সঙ্গেও তাই করা হচ্ছে । এটা তৃণমূল কমিউনিস্টদের থেকে শিখে নিয়েছে ।" দেখুন ভিডিয়ো ....