ভোট লুট করতে আসবে পায়ে হেঁটে, যাবে খাটে : রাজু বন্দ্যোপাধ্যায় - Raju Banerjee
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10350835-259-10350835-1611394961059.jpg)
কয়েকদিন আগেই বীরভূমের একটি সভা শেষে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল হুঁশিয়ারি দিয়েছিলেন ''এবার ভয়ংকর খেলা হবে"। দুর্গাপুরে পরাক্রম দিবস উপলক্ষ্যে দলীয় কার্যক্রম যোগ দিতে এসে বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের হুঁশিয়ারির পালটা জবাব দিলেন ৷ রাজু বলেন, " ভয়ংকর খেলা নয় , ছেলে খেলা হবে। মেরে পিঠের চামড়া গুটিয়ে দেব। অনুব্রত মণ্ডল যদি মনে করে পঞ্চায়েত নির্বাচনের মতো ভোট লুট করবে। তাহলে শুনে রাখুন যারা ভোট লুট করতে আসবে, তারা আসবে পায়ে হেঁটে, আর যাবে খাটে।"