" আব তেরা ক্যায়া হোগা কালিয়া", জিতেন্দ্র তিওয়ারিকে কটাক্ষ রাজু বন্দ্যোপাধ্যায়ের - তৃণমূল
🎬 Watch Now: Feature Video
আজ পশ্চিম বর্ধমানের আসানসোলে BNR চত্বরে BJP-র একটি সমাবেশে যোগ দিয়েছিলেন দলের রাঢ়বঙ্গের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে কটাক্ষ করতে গিয়ে পুরানো হিন্দি সিনেমার ডায়লগ উদ্ধৃত করে বলেন, "আমরা মেয়রকে বলছি, আব তেরা ক্যায়া হোগা রে কালিয়া ৷ আগামীদিনে দেখবেন, যত বড় নেতা হোক তৃণমূলের জেলের ভাত খাইয়ে ছাড়ব ৷ " পাশাপাশি পুলিশ প্রশাসনের উদ্দেশে বলেন, "হিম্মত থাকলে এই কয়লা মাফিয়া জিতেন্দ্র তিওয়ারিকে একটা মামলা দিয়ে দেখান ৷ " যদিও এই নিয়ে মেয়রের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷