"দুয়ারে দুয়ারে ভাঁওতা, আর নয় মমতা"
🎬 Watch Now: Feature Video
"দুয়ারে দুয়ারে ভাঁওতা, আর নয় মমতা, জেনে গেছে জনতা । ভয় পেয়েছে মমতা , সেই জন্য আজকে ভবানীপুর থেকে নন্দীগ্রাম । মানুষ সমস্যার কথা বললেই বিজেপির লোক হয়ে যায় । তাহলে তো সারা বাংলার মানুষ বিজেপির লোক ।" গতকাল খেজুরির জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই আক্রমণ করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ।