রদবদলে BJP-র লাভ হবে না 2021-এ, মত ফিরহাদের - ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া
🎬 Watch Now: Feature Video
প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত দিলীপ ঘোষের অভিযোগ উড়িয়ে দিলেন ফিরহাদ হাকিম৷ সম্প্রতি BJP নেতা রাজ্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নয়-ছয়ের অভিযোগ করেন। এই বিষয়ে আজ তৃণমূল নেতা তথা মন্ত্রী বলেন, "দিলীপ ঘোষ ভুলভাল বলছেন। আবাস যোজনার টাকার হিসেব দিতে হয় কেন্দ্রকে। নয়ছয় সম্ভব নয়৷" অন্যদিকে রাজ্য BJP-র রদবদল নিয়ে মন্ত্রীর মন্তব্য, "আত্মতুষ্টির জন্য এই বদল৷ এর প্রভাব পড়বে না 2021-এর নির্বাচনে৷"