KMC Election 2021 : 144টি ওয়ার্ডেই পুনর্নির্বাচনের দাবি শুভেন্দুর
🎬 Watch Now: Feature Video
তৃণমূল বলছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে ৷ কিন্তু, বিভিন্ন জায়গায় হিংসার ছবি তুলে ধরে বিরোধীদের বক্তব্য, ওয়ার্ডে ওয়ার্ডে ভোট লুট হয়েছে ৷ বিরোধীদের মারধর করা হয়েছে ৷ এবার বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা পৌরনিগমের (kmc election 2021) 144টি ওয়ার্ডেই পুনর্নির্বাচনের দাবি জানালেন (bjp demands re polling in kmc election) ৷ আজ শুভেন্দুকে তাঁর সল্টলেকের বাড়ি থেকে বেরোতে বাধা দেয় বিধাননগর পুলিশ ৷ তাঁর সঙ্গে একাধিক বিধায়ক ও বিজেপি নেতা ছিলেন ৷ ভোটগ্রহণ চলাকালীন তাঁদের পৌর এলাকায় ঢুকতে না দেওয়ার জন্য পুলিশি বাধা ছিল ৷ এরপর ভোট গ্রহণ পর্ব শেষ হতেই পুলিশি বাধা উঠে যাওয়ার পর রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের জন্য রওনা দেন শুভেন্দু ও অন্য বিজেপি নেতারা ৷ সেইসময় শুভেন্দু বলেন, "রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর আমরা রাজ্য নির্বাচন কমিশনারের কাছে যাব ৷ 144টি ওয়ার্ডের পুনর্নির্বাচন করতে হবে ৷ এটাই আমাদের দাবি ৷"
Last Updated : Dec 19, 2021, 7:31 PM IST