Santipur Bye-Election : তৃণমূলের ভয় আর বিজেপির প্রতি অনাস্থাই হারের কারণ, দাবি নিরঞ্জন বিশ্বাসের - Santipur
🎬 Watch Now: Feature Video
তৃণমূল নির্বাচনের দিন ব্যাপক দুর্নীতি করেছে ৷ সেই কারণে সাধারণ মানুষ আতঙ্কে ভোট দিতে পারেননি ৷ শান্তিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে হেরে যাওয়ার পর প্রতিক্রিয়া বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাসের । পাশাপাশি সাধারণ মানুষ বিজেপির প্রতি আর আস্থা রাখতে পারছেন না বলেও তিনি স্বীকার করে নিয়েছেন । ওই কেন্দ্রে প্রায় 64 হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী ।
Last Updated : Nov 2, 2021, 5:18 PM IST