আগামীকাল 12 ঘণ্টার উত্তরবঙ্গ বনধ বিজেপির - আগামীকাল 12 ঘণ্টার উত্তরবঙ্গ বন্ধের ডাক বিজেপির ; কৈলাস বিজয়বর্গীয়
🎬 Watch Now: Feature Video
আগামীকাল উত্তরবঙ্গে 12 ঘণ্টার বনধ পালন করবে বিজেপি ৷ জানালেন দলীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ৷ পাশাপাশি, আজ যুবমোর্চার উত্তরকন্যা অভিযানে মৃত বিজেপি কর্মীর দেহের ময়নাতদন্তের দাবি জানান তিনি ৷ বলেন, "পুলিশের গুলিতেই মারা গেছেন বিজেপি কর্মী ৷ আইনজীবীর সঙ্গে কথা বলেছি ৷ পুলিশের বিরুদ্ধে এফআইআর করা হবে ৷ পুলিশ আর গুন্ডার মধ্যে কোনও পার্থক্য নেই ৷ পশ্চিমবঙ্গে পুলিশের সঙ্গে তৃণমূলের দুষ্কৃতীরা মিশে এই হামলা চালিয়েছে ৷ এর বিরুদ্ধে আগামীকাল প্রতিটি জেলায় মোমবাতি মিছিল করা হবে ৷ এই ঘটনার রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হয়েছে ৷ "
TAGGED:
Bjp chaos