পাণ্ডুয়ায় রামের পুজোয় স্থাস্থ্যবিধি মানা হয়নি, BJP-র বিরুদ্ধে থানায় যাবে তৃণমূল - পাণ্ডুয়ায় স্বাস্থ্যবিধি উড়িয়ে রাম পুজো BJP-র
🎬 Watch Now: Feature Video
লকডাউনের মাঝেও রামপুজোর আয়োজন করেছিলেন পাণ্ডুয়ার BJP নেতা-কর্মীরা । সেখানে সামাজিক দূরত্ব মানা হয়নি বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের । BJP নেতা সুজয় হাওলাদার বলেন, "দিলীপ ঘোষ আগেই বলেছিলেন আজকের দিনে লকডাউন না করতে । সাধারণ মানুষ আবেগে কিছু নিয়ম মানেনি তা স্বীকার করছি ৷" পাণ্ডুয়ার তৃণমূল নেতা অসিত চট্টোপাধ্যায় বলেন, "পাণ্ডুয়ায় BJP সমর্থকরা লাঠি নিয়ে রাস্তায় মিছিল করল । সামাজিক দূরত্ব মানা হল না ৷ আমরা পাণ্ডুয়া থানায় অভিযোগ জানাব ।"
Last Updated : Aug 5, 2020, 9:03 PM IST
TAGGED:
BJP violating lockdown rules