চলমান স্কুটিতে ধাক্কা বাইসনের, মৃত্যু যুবকের - বাইসনের হামলায় নিহত
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10086439-thumbnail-3x2-baison.jpg)
বছরের প্রথম দিনে বেড়াতে এসে বাইসনের হামলায় মৃত্যু হল খোল্টা গ্রামের যুবক পঙ্কজ রায়ের (21)। আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পে ঘটনাটি ঘটে। স্কুটি চালিয়ে রাজাভাতখাওয়া থেকে জয়ন্তীর দিকে যাচ্ছিলেন পঙ্কজ। আচমকাই দ্রুত গতিতে চলতে থাকা স্কুটির সামনে চলে আসে একটি বাইসান । রাস্তা পারাপার করতে থাকা বাইসনটির সাথে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন যুবক । আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে যুবককে মৃত বলে ঘোষণা করা হয়।