Biman Basu on Modi-Mamata : "ধান্দার ধনতন্ত্রের পৃষ্ঠপোষক মোদি ও মমতা", শিল্প সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ প্রসঙ্গে বিমান বসু - biman basu mocks modi and mamata
🎬 Watch Now: Feature Video
"ধান্দার ধনতন্ত্রের পৃষ্ঠপোষক মোদি ও মমতা । বামেদের কীভাবে কোণঠাসা করা যায় এই চিন্তা করেন তাঁরা ।" বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) ৷ বঙ্গ শিল্প সম্মেলনের উদ্বোধন হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata invites modi to inaugurate BGBS) । এতেই তৃণমূল-বিজেপি আঁতাতের অভিযোগ তুলে বিমান বসু বলেন, "বামের বিরুদ্ধে যদি মোদিজী আসেন, তখন পাশে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায় । আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের বিরুদ্ধে দাঁড়ান, পাশে আসেন মোদিজী । বামেদের কোণঠাসা করাই উদ্দেশ্য দুজনের (Biman Basu on Modi's invitation for bgbs conference)।"