Bidhannagar & Kolkata Police : মুখ্যমন্ত্রীর ধমকের পর নড়েচড়ে বসল বিধাননগর ও কলকাতা পুলিশ - বিধাননগর পুলিশ
🎬 Watch Now: Feature Video
চিংড়িঘাটা এবং বেলেঘাটা কানেক্টরের কাছে মৃত্যু ফাঁদ হয়ে রয়েছে বাইপাস । প্রত্যেকদিনই পথ দুর্ঘটনার জেরে খবরের শিরোনামে আসে এই দুই এলাকা । কেন বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি ? তাহলে কি বিধাননগর পুলিশ কমিশনার এবং কলকাতা পুলিশের টানাপোড়েনের জন্যই সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে ? এবার এই প্রশ্ন তুলে মধ্যমগ্রামের জনসভা থেকে বিধাননগর পুলিশ কমিশনার এবং কলকাতা পুলিশকে একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি সরাসরি এই দুই কমিশনারেটের ইগোর লড়াইকেই দায়ী করেছেন বারবার দুর্ঘটনার কারণ হিসেবে ৷ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জেরেই নড়েচড়ে বসল কলকাতা পুলিশ ৷ এখন ঠিক কী অবস্থা সেখানে ? ঘুরে দেখল ইটিভি ভারত ৷