খেলতে বললেন মমতা, খেলা শেষের ডাক মোদির - নরেন্দ্র মোদির আক্রমণ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11089491-thumbnail-3x2-btft.jpg)
প্রতিটি জনসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় বারেবারে বলছেন, খেলা হবে । শনিবার পাঁশকুড়ার জনসভায় তিনি তাঁর সমর্থকদের এমন খেলতে বললেন যাতে বিজেপি খালি হয় । তৃণমূল সুপ্রিমোর খেলা প্রসঙ্গে খড়গপুরের জনসভায় নরেন্দ্র মোদি বলেন, ভবিষ্যৎ নিয়ে আর খেলতে দেওয়া হবে না ৷ এবার খেলা শেষ হবে, বিকাশ শুরু হবে ৷