শীতলকুচির ঘটনায় তীব্র নিন্দা সুজনের - sujan reacts on sitalkuchi gun fire and death
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11351637-thumbnail-3x2-sujan.jpg)
শীতলকুচিতে গুলিচালনা এবং পাঁচজনের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করলেন সুজন চক্রবর্তী ৷ তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ৷ কমিশনের কাছে স্পষ্ট তথ্যের দাবিও জানিয়েছেন ৷ মৃতদের মধ্যে এক ভোটার এইবার প্রথম ভোট দিতে গিয়েছিলেন ৷ সুজন বলেন, "মাত্র আঠারো বছর বয়স ৷ প্রথম ভোটার ৷ এর থেকে লজ্জার কথা আর কিছু হতে পারে না ৷ নিন্দার ভাষা নেই ৷"