বিজেপির সঙ্গে নাম জড়ানোয় কী বলছেন শিখা ? - Shikha Mitra
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11075819-thumbnail-3x2-shikha.jpg)
গতকালই প্রকাশিত হয়েছে বিজেপির বাকি থাকা আসনগুলির প্রার্থী তালিকা ৷ চৌরঙ্গী থেকে বিজেপির প্রার্থী শিখা মিত্র ৷ আর এরপর থেকেই ছড়িয়েছে জল্পনা ৷ বেশ কিছু সংবাদমাধ্যম সোমেন মিত্রর স্ত্রীর ছবিও দেখানো হয়েছে চৌরঙ্গীর বিজেপি প্রার্থী হিসেবে ৷ পদ্মশিবির থেকেই কোনও স্পষ্ট উত্তর নেই ৷ এই সব নিয়েই একান্ত সাক্ষাৎকারে অকপট সোমেন জায়া শিখা মিত্র ৷