হরি নাম শুনে রথীনকে পাপ ধোয়ার উপদেশ রাজশ্রীর - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
🎬 Watch Now: Feature Video
রাজনীতির ময়দানে তিনি নবাগত ৷ তবে সুচারুভাবে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী রথীন ঘোষকে ঘায়েল করতে পুরোদস্তুর তৈরি বিজেপির রাজশ্রী রাজবংশী । রথীন ঘোষের উদ্দেশে বললেন, "বয়স হয়েছে ৷ এখম বিশ্রাম নেওয়া প্রয়োজন। বিশ্রাম নিয়ে হরিনাম সংকীর্তন করুন । উনি যা পাপ করেছেন তাতে হরিনাম করলে ভগবানের কাছে আস্থা পাবেন ।" জয়ের ব্যাপারেও যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি ৷